কলকাতা

মনোনয়ন প্রত্যাহার করলেন রতন মালাকার, বললেন ‘আমি তৃণমূলের সৈনিক’

পুরসভা ভোটের আগেই কমল তৃণমূল কংগ্রেসের অস্বস্তি। মনোনয়ন প্রত্যাহার করে নিলেন ৭৩ নম্বর ওয়ার্ডের নির্দল রতন মালাকার। তিনি জানিয়েছেন, নিজের ভুল বুঝতে পেরেই মনোনয়ন প্রত্যাহার করেছেন। ২০২১ পুরভোটে টিকিট না পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বউদির বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়েছিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রতন মালাকার ৷ বুধবার তিনি ৭৩ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নও জমা দিয়েছিলেন । তবে, মনোনয়ন জমা দেওয়ার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই মত বদল করলেন তিনি । শুক্রবার সকালেই নির্দল প্রার্থী হিসেবে জমা দেওয়া মনোনয়ন পত্র প্রত্যাহার করে তিনি বলেন, ‘আমি আমার ভুল বুঝতে পেরেছি ।  দলের সৈনিক ছিলাম । আছি । মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই আজ আমি এই জায়গায় । সুব্রত বক্সি, মদন মিত্র-সহ নেতৃত্বরা আমায় বুঝিয়েছেন। আমার ভুল বুঝতে পেরেছি। দল‌ যে দায়িত্ব দেবে তা পালন করব।’