খেলা

৩৭ রানে জিতল আরসিবি

এদিন দুবাইয়ে আরসিবির বিরুদ্ধে ১৭০ রানের টার্গেট তাড়া করে নির্ধারিত ২০ ওভার শেষে ১৩২ রানে থামল সিএসকে। কোহলির দল ম্যাচ জিতল ৩৭ রানে। এটাই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএলে আরসিবির সবচেয়ে বড় জয়। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আরসিবি৷ তবে কোহলির সিদ্ধান্তের দামটা শুরু থেকে ভালো দিতে পারেননি তাঁর সতীর্থরা৷ অ্যারন ফিঞ্চ মাত্র ৯ বলে ২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান৷ পারিক্কাল ৩৪ বলে ৩৩ করেন৷ দলের বাকি ক্রিকেটাররাও কার্যত স্লো নয়ত আয়ারাম -গয়ারাম মোডে ছিলেন৷ কিন্তু একার হাতে ম্যাচের ছবিটাই বদলে দেন ক্যাপ্টেন কোহলি৷ তিনি এদিন বিধ্বংসী ফর্মে ছিলেন৷ তবে শুরুতে ধৈর্য্যশীল ছিলেন কিন্তু শেষ বেলায় পাশা পলটের মতোই একেবারে রানের তুবড়ি শুরু হয় তাঁর ব্যাট থেকে ৷ মাত্র ৫২ বলে ৯০ রান করেন তিনি৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ৪ টি চার ও ৪ টি ছয় দিয়ে৷ এদিন মূলত তাঁর ব্যাটে ভর দিয়েই ৪ উইকেটে ২০ ওভারে ১৬৯ রান করে৷