প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মধ্যপ্রদেশ। বিগত কয়েকদিনের লগাতার বৃষ্টি আজ, সোমবারও জারি রয়েছে। সেই কারণে জল জমা ও বন্যা দেখা দিয়েছে রাজ্য জুড়ে। বৃষ্টির কারণে বন্ধ রাখা হয়েছে, রাজ্যের একাধিক স্কুল। এছাড়াও বহু সেতু ও রাস্তা জলের তোড়ে ভেসে গিয়ে যোগাযোগে বিপত্তি দেখা দিয়েছে। পাশাপাশি বৃষ্টি জারি থাকায়, ভোপাল, উজ্জয়িনি সহ ৩৯টি জেলায় হাই এলার্ট জারি করেছে প্রশাসন। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের উত্তর-পূর্বে তৈরি হওয়া নিম্নচাপটি গত ৬ ঘন্টায় ১৪ কিলোমিটার বেগে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরে যাবে। এবং দামোহ থেকে ৭০ কিলোমিটার উত্তর ও উত্তর-পূর্বে কেন্দ্রীভূত হয়েছে। মনে করা হচ্ছে, এর জেরে এবার পশ্চিম মধ্যপ্রদেশ এবং পূর্ব রাজস্থানের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সোমবার পূর্ব মধ্যপ্রদেশ, দক্ষিণ উত্তরপ্রদেশ, পশ্চিম রাজস্থান ও পূর্ব গুজরাটের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত, সাথে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।