দেশ

‘বাংলায় রাষ্ট্রপতি শাসন ছাড়া উপায় নেই’, দাবি জাতীয় মহিলা কমিশনের

রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি তুললেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। সোমবার সন্দেশখালির বিভিন্ন এলাকা ঘুরে দেখার পর এই মন্তব্য করেন তিনি। একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগও দাবি করেছেন। সন্দেশখালির ঘটনাতে উত্তপ্ত রাজনীতি। সোমবার দিল্লি থেকে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা আসেন। এরপর সন্দেশখালির পুরো এলাকা ঘুরে দেখেন। তারপরেই চেয়ারপার্সন রেখা শর্মা অভিযোগ করেন, সন্দেশখালিতে দিনের পর দিন মহিলাদের উপর নির্যাতন হয়েছে। পুলিশের উপর মানুষের কোনও আস্থা নেই।সন্দেশখালির বিভিন্ন এলাকা ঘুরে দেখার পর থানায় গিয়েছিলেন রেখা শর্মা। তাঁর সঙ্গে গিয়েছিলেন সন্দেশখালির চার মহিলা। থানার ঢুকে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথাও বলেন তাঁর।