অবশেষে স্বস্তি ফিরল কুলতলির বাসিন্দাদের। গত ২দিন ধরে যে বাঘের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছিল দক্ষিণ ২৪ পরগণার কুলতলির বৈকুণ্ঠপুর, মৈপীঠ প্রভৃতি এলাকায়, তার অবসান হল। বন দফতরের ফাঁদে রয়্যাল বেঙ্গল টাইগার ধরা পড়তেই হাঁফ ছেড়ে বাঁচলেন গ্রামবাসীরা। স্বস্তিতে বন দফতরের আধিকারিকরাও। বাঘটিকে গভীর জঙ্গলে ছেড়ে আসা হবে। জানা গিয়েছে, নদী পেরিয়ে একটি পূর্ণবয়স্ক রয়াল বেঙ্গল টাইগার ঢুকে পড়ে কুলতলির বৈকুন্ঠপুর গ্রামে। ঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়ায় এলাকায়। আতঙ্কিত গ্রামবাসীরা খবর দিয়েছিল বনদফতর ও মৈপীঠ কোস্টাল থানায়। একবার উঁকি দিয়ে মুহূর্তের মধ্যেই উধাও হয়ে যায় হলুদ-কালো ডোরা কাটা। এরপরই দেখা যায় একটি গরুকে মেরে ফেলেছে বাঘটি। অবশেষে গভীর রাতেই সফল হয় প্রচেষ্টা। একটি খাঁচায় আটকা পড়ে পূর্ণবয়স্ক বাঘটি।