নির্যাতিতার নাম যাতে প্রকাশ করা না হয় প্রথম থেকেই এব্যপারে সতর্ক করা হয়েছিল। সুপ্রিম কোর্ট এবার সমস্ত সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মকে জানিয়েছে যাতে মৃত চিকিৎসকের ছবি নাম সহ অন্যান্য বিস্তারিত বিবরণ যেন পেশ করা না হয়। ওই চিকিৎসককে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এই নির্দেশ জারি করেছে। কারণ দুজন আইনজীবী অভিযোগ করেছিলেন যে মৃতের ছবি নাম কোথাও কোথাও প্রকাশ করা হচ্ছে। বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, আমরা নির্দেশ দিচ্ছি মৃতের নাম ছবি প্রকাশ করা যাবে না। সমস্ত সোশ্য়াল মিডিয়া প্লাটফর্ম থেকে মৃতের ছবি সরাতে হবে। এদিকে আইনজীবীরা অভিযোগ করেন মৃতের ছবি ঘুরছে সোশ্য়াল মিডিয়ায়। এটা নিপুন সাক্সেনা রায়কে লঙ্ঘন করছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে মৃতের ছবি প্রকাশ করা যাবে না। ভারতীয় ন্যাং সংহিতায় এনিয়ে কী বলা হয়েছে তা জানতে চাওয়া হয়েছিল। তবে আদালত জানিয়েছে, মৃতের নাম ছবি ভিডিয়ো সরিয়ে ফেলতে হবে সমস্ত সংবাদমাধ্যম ও সোশ্য়াল মিডিয়া প্লাটফর্মকে।