দেশ

মোদি সরকারের বিরুদ্ধে বড় জয় তৃণমূলের, করোনা টিকার সংশাপত্র থেকে প্রধানমন্ত্রীর ছবি সরাতে নির্দেশ কমিশনের

মোদি সরকারের বিরুদ্ধে তৃণমূলের বড় ‘জয়’, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ফের ধাক্কা খেল কেন্দ্র। করোনা টিকার সংশাপত্র থেকে সরিয়ে ফেলতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। কেন্দ্রকে এমনই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কেন্দ্রকে জানিয়েছে, ওই ছবি ব্য়বহার করার ফলে নির্বাচনী বিধি ভঙ্গ হচ্ছে। সেকারণেই ছবি সরানোর নির্দেশ।টিকা গ্রহণের পর প্রত্য়েককে একটি করে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। যেখানে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। আর তাতেই আপত্তি তোলে তৃণমূল কংগ্রেস। এই মর্মে মঙ্গলবার একটি টুইট করেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন। ভ্য়াকসিনের ছবি পোস্ট করে তিনি লেখেন, “ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে। এরপরেও প্রধানমন্ত্রীর ছবি কোভিড 19-এর শংসাপত্রে ব্য়বহার করা হচ্ছে।” বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে নালিশ করেছেন বলে জানিয়েছিলেন তিনি।