জেলা

চলে গেলেন বীরভূমের ‘এক টাকা’র ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

প্রয়াত বোলপুরের বিশিষ্ট চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়। বোলপুর তথা বীরভূমের লোকজন এই মানুষটিকে একডাকে চিনতেন এক টাকার ডাক্তার নামে। মঙ্গলবার সাড়ে এগারোটা নাগাদ জনদরদী এই চিকিৎসক চলে গেলে চির ঘুমের দেশে। পদ্মশ্রী সুশোভন বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন বার্ধক্যজনিত অসুখে। বেশ কিছুদিন ধরেই তিনি ভর্তি ছিলেন দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। সেখান থেকে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। আজ সকালে কলকাতাতেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ২০২০ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। কয়েক দশক ধরে তিনি মাত্র ১ টাকায় রোগীদের চিকিত্সা করতেন। এই জন্যই জেলায় তাঁর পরিচিতি ছিল এক টাকার ডাক্তার হিসেবে। চিকিত্সকে পাশাপাশি দীর্ঘ রাজনৈতিক জীবন ছিল সুশোভন বন্দ্যোপাধ্যায়ের। এক সময় জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন সুশোভনবাবু। এরপর তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হলে তিনিই বীরভূম জেলা তৃণমূলের প্রথম সভাপতি। তবে বেশিদিন ওই পদে ছিলেন তা তিনি। এরপরই বীরভূমের জেলা সভাপতি হন অনুব্রত মণ্ডল। সুশোভন বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবর শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী এবং অনুব্রত মণ্ডল।