অনুমান করা হয়েছিল আগেই। আজ, রেপো রেট বাড়ানোর পথে হাঁটতে পারে রিজার্ভ ব্যাঙ্ক। সোমবার থেকেই এই নিয়ে বৈঠক চলছিল। সেই মতোই আজ বৈঠক শেষে ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি হল রেপো রেটে। যার ফলে বাড়ি, গাড়ি কেনার জন্য ঋণ নিতে গিয়ে আরও চাপ বাড়ছে সাধারণ মানুষের পকেটের উপর৷ এই নিয়ে টানা ছ’ বার বাড়ল রেপো রেট৷ ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধির পর রেপো রেটের হার দাঁড়ালো ৬.৫০ শতাংশ৷ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্যই কেন্দ্রীয় ব্যাঙ্ক বার বার রেপো রেট বৃদ্ধির পথে হাঁটছে বলে মনে করা হচ্ছে৷