দেশ

চিনে ছড়াচ্ছে শ্বাসকষ্টজনিত রোগ! গুজরাত সহ ভারতের ৬টি রাজ্যে জারি অ্যালার্ট

গত কয়েকদিন ধরে চিনে বহু শিশুর মধ্যে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে। ফলে ভারত সরকার ৬টি রাজ্যে সতর্কতা জারি করেছে। রাজস্থান, কর্ণাটক, গুজরাত, উত্তরাখণ্ড, তামিলনাড়ু এবং হরিয়ানায় অ্যালার্ট জারি। চিনে শিশুদের মধ্যে নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ভারতের এই রাজ্যগুলির হাসপাতাল এবং স্বাস্থ্যকর্মীদের শ্বাসকষ্টের সমস্যা নিয়ে আসা রোগীদের দ্রুত মোকাবেলা করার নির্দেশ দেওয়া হয়েছে। কর্ণাটক সরকারও রাজ্যের জনগণকে মরশুমি ফ্লু সম্পর্কে সচেতন হতে বলেছে। এছাড়াও, মরশুমি ফ্লুর লক্ষণ, ঝুঁকির কারণ এবং কী কী করণীয় তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। কাশি বা হাঁচির সময় মুখ ও নাক ঢেকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঘন ঘন হাত ধোয়া, মুখ স্পর্শ না করা এবং জনবহুল স্থানে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্র জানায়,  চিনের বর্তমান ইনফ্লুয়েঞ্জা পরিস্থিতি জেরে যে কোনও রকম জরুরি অবস্থার মোকাবিলার জন্য ভারত প্রস্তুত। চিনের দেশের শিশুদের মধ্যে H9N2-র প্রভাব এবং শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে।