কলকাতা

প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্সের ফল, ৯৯.০৫ শতাংশই কৃতকার্য

প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল ৷ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন দুপুর আড়াইটেয় ফল প্রকাশ করল কর্তৃপক্ষ ৷ ২০ দিনের মাথায় প্রকাশিত হল এবারের রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল। মোট ৬৫ হাজার ১৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ব়্যাঙ্ক পেয়েছেন ৯৯.০৫ শতাংশ পরীক্ষার্থী। অর্থাৎ সংখ্যার নিরিখে যা ৬৪ হাজার ৮৫০ জন। এঁরা প্রত্যেকেই কাউন্সিলিংয়ে অংশ গ্রহণ করতে পারবেন বলে বোর্ড সভাপতি জানিয়েছেন। বেলা সাড়ে ৩টে থেকে বোর্ডের ওয়েবসাইট মারফৎ ফল জানতে পারল পরীক্ষার্থীরা। ১৩ অগাস্ট এবার কাউন্সিলিং শুরু হবে, যা শেষ হবে ১১ সেপ্টেম্বর। কাউন্সিলিংয়ের যাবতীয় তথ্য জয়েন্ট্র এন্ট্রাস বোর্ডের ওয়েবসাইটে দেওয়া রয়েছে। বোর্ডের তরফে সফল পরীক্ষার্থীদের কাউন্সেলিং পুস্তিকা ভাল করে পরে দেখার আবেদন জানানো হয়েছে। কাউন্সেলিংয়ের জন্য অন্তত একবার রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলকl অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে ব়্যাঙ্ক কার্ড (Rank Card 2021) জানতে পারে তারা ৷ পরীক্ষার্থীরা দু’টি ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে ৷ সেগুলি হল- https://wbjeeb.nic.in/ এবং wbjeeb.in/ । এবারের জয়েন্টে প্রথম হযেছেন রহড়া রামকৃষ্ণ মিশনেপর পড়ুয়া পাঞ্চজন্য দে। দ্বিতীয় স্থান দখন করেছেন বাঁকুড়া জেলা স্কুলের সৌমজিৎ দত্ত ও তৃতীয় হয়েছেন শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুলের ব্রতীন মণ্ডল। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ হয়েছেন যথাক্রমে অঙ্কিত মণ্ডল, গৌরব দাস এবং আয়ুষ গুপ্ত। অষ্টম স্থানে রয়েছেন সপ্তার্শ্ব ভট্টাচার্য। নবম এবং দশম হয়েছেন যথাক্রমে ঋষি কেজরিওয়াল ও সৌহার্দ্য দত্ত।