আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে উঠেছে অভিযোগ। আর তারই প্রতিবাদে আন্দোলন চলছে রাজ্যের সব সরকারি হাসপাতালে। সেই আন্দোলনের মাঝেই মাঝরাতে আরজি কর হাসপাতালে হামলা হয়ে গেল। আর এই ঘটনায় অপরাধীদের ধরতে উঠে পড়ে লেগেছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই ছবি প্রকাশ করেছে কলকাতা পুলিশ। এই আবহে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হল ডা. শান্তনু সেনকে। কদিন আগে আরজি কর হাসপাতাল নিয়ে মন্তব্য করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ। সেখানকার পড়াশোনা রসাতলে গিয়েছে বলে মন্তব্য করেছিলেন তিনি। তিনি এও বলেন, ‘সরকারের উচিত আরজি কর কাণ্ডে অভিষেকের পরামর্শ নেওয়া’ আজ, বৃহস্পতিবার দলের মুখপাত্র পদ থেকে শান্তনু সেনকে সরানোর খবর সামনে নিয়ে আসা হল। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। মাঝরাতে তুমুল হামলা–তাণ্ডব নেমে এল আরজি কর হাসপাতালে। চলল মারধর। বাদ গেল না কেউ। চিকিৎসক থেকে পুলিশ প্রহৃত হলেন। যা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে পুলিশকে অ্যাকশন নিতে বললেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই মন্তব্য করার জন্যই কি সরতে হল শান্তনুকে? উঠছে প্রশ্ন। তবে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ–সভাপতি জয়প্রকাশ মজুমদার জানান, দল মনে করেছে তাই সরিয়ে দেওয়া হয়েছে।