দেশ

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গে সাক্ষাতের পর আর জি কর কাণ্ডে কর্মবিরতি প্রত্যাহার চিকিৎসক সংগঠনের

আর জি কর কাণ্ডের প্রতিবাদে দেশ জুড়ে কর্মবিরতিতে গিয়েছিলেন রেসিডেন্ট ডাক্তাররা। তবে স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গে সাক্ষাতের পর গতকাল সেই কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা করে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর’স অ্যাসোসিয়েশন। এই প্রসঙ্গে ফেডারেশন প্রধান অভিরাল মাথুর সংবাদসংস্থা এএনআই-কে জানান, তাঁদের দাবি মেনে নেওয়া হবে বলে জেপি নড্ডা আশ্বাস দেন। আর তাই তাঁরা কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে জয়েন্ট ফোরাম অফ ডক্টরস আজ রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে। কেবলমাত্র সরকারি পরিষেবা নয়, বেসরকারি চেম্বারও বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী, বুধবার ভোর ৪টে থেকে বিকাল ৪টে পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে। আরজি করের জুনিয়র ও রেসিডেন্ট চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন যে তাদের আন্দোলন চলবে। তারা এই আন্দোলন থেকে সরছেন না। তবে তাঁরা জানিয়েছেন, কোনওভাবেই চিকিৎসা পরিষেবা বিঘ্নিত হচ্ছে না । যে কথা বলা হচ্ছে তা ঠিক নয়। আন্দোলনকারীরা জানিয়েছেন, জরুরি পরিষেবা বিভাগ এই আন্দোনলেন মধ্যেও খোলা আছে। সেখানে চিকিৎসকরা কাজ চালিয়ে যাচ্ছেন।