আরজি কর হাসপাতালের ১৩ জন সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ কর্তৃপক্ষের। এই চিকিৎসকদের বিরুদ্ধে থ্রেট কালচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। বুধবার আরজি কর মেডিক্যাল কলেজের ১৩ জন চিকিৎসকের নাম জানিয়ে অভ্যন্তরীণ তদন্ত কমিটিকে চিঠি দিয়েছেন সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়। চিঠিতে স্বাক্ষর করেছেন অধ্যক্ষ মানসকুমার বন্দ্যোপাধ্যায়ও। আরজি করে ঘটনা প্রকাশ্যে আসার পরেই হাসপাতালে দীর্ঘদিন ধরে ঘটে চলা থ্রেট কালচার নিয়েও একাধিক অভিযোগ উঠেছে। অভিযোগ, একাধিক ডাক্তার এবং অন্য আধিকারিকেরা হাসপাতালে ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছেন। জুনিয়র ডাক্তার ও পড়ুয়াদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। হাসপাতালের ‘হুমকি সংস্কৃতি’তে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাঁদের সিনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ৫০-এর বেশি চিকিৎসক, হাউস-স্টাফ এবং ইন্টার্নকে চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্ত করতে হাসপাতালে যে অভ্যন্তরীণ তদন্ত কমিটি গড়া হয়েছে। ১৩ জনের সিনিয়র ডাক্তারদের নাম উঠে এসেছে। এদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তও করতে বলা হয়েছে। তদন্তের রিপোর্ট চেয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।