বিনোদন

‘নজরবন্দী’-তে ঋতুপর্ণা সেনগুপ্ত

সাইবার ক্রাইম নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ইচ্ছা নিয়ে মাঠে নেমেছেন নবীন পরিচালক দেবারতি ভৌমিক। আসছে তাঁর পরবর্তী ছবি ‘নজরবন্দী’। এই ছবির একটি একটি বিশষত্ব আছে। তা হল ই ছবিতে নাকি পুরুষবর্জিত, অর্থাৎ ফ্রেমে নাকি থাকবে না একজন পুরুষও। ছবির চিত্রনাট্য সাজিয়েছেন দেবারতি নিজেই। তিনি বলেন, ‘এরকম কাজ আগে কখনও বাংলা বা ভারতীয় ছবিতে হয়নি। তাই সকলের দেখার আগ্রহ থাকবে। তবে পুরুষ বর্জিত চিত্রনাট্য লেখা ভারী কঠিন।’ বাংলা ছবিতে শুধু মাত্র মহিলা চরিত্র নিয়ে এরকম পূর্ণ দৈর্ঘ্যর ছবি আগে হয়নি, তাই এই ছবি দেখতে দর্শক যে আগ্রহী হবে এমনটাই মনে করছেন ছবির কুশীলবরা। এই ছবিতে প্রধান চরিত্রে থাকছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁকে একজন চিত্রকরের ভূমিকায় দেখা যাবে। ছবিতে ঋতুপর্ণার মায়ের ভূমিকায় সোহাগ সেন। এই প্রথমবার নেগেটিভ চরিত্রে দর্শক দেখতে পাবেন মধুমিতা সরকার ও রাজনন্দিনী পলকে। এছাড়াও পুলিশের চরিত্রে রয়েছেন অনিন্দিতা বোস। মে মাসের মাঝামাঝি শুটিং শুরু হবে বলেই জানা যাচ্ছে। ছবিতে থাকবে মারামারির দৃশ্য, গান, সম্পর্কের টানাপোড়েন আবার সেই সঙ্গে বিনোদনমূলক কমার্সিয়াল ছবির মালমশলা। বর্তমানে সকলের হাতেই রয়েছে স্মার্টফোন, যা আমাদের সারা দুনিয়ার সঙ্গে যুক্ত করে, আবার সেটাই হয়ে ওঠে আমাদের জীবনে ভয়ানক বিপদের কারণও। এক লহমায় কেড়ে নিতে পারে সারাজীবনের উপার্জন। সাইবার ক্রিমিনালদের প্ররোচনায় আপনার সঙ্গে যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে প্রতারণা। এখন প্রতিনিয়তই এই ফাঁদে পা দিচ্ছেন অনেকেই। ধরুন, আপনার ফোনে একটা মেসেজ ঢুকল যে আজ রাতের মধ্যেই আপনার বাড়ির ইলেক্ট্রিসিটি কেটে দেওয়া হবে, যদি বিল অদেয় থাকে, সঙ্গে একটা পেমেন্ট লিঙ্ক। দুম করে সেটা টিপে দিলেন, তারপর দেখলেন সেটা কিছুতেই খুলছে না। আপনি হাল ছেড়ে দিলেন কিন্তু সেই মুহূর্তে একদল হ্যাকার আপনার ফোন থেকে ব্যাঙ্ক সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দিল।  হ্যাঁ, ঠিক এভাবেই হয় সাইবার ক্রাইম আর এই ধরনের ক্রাইম নিয়েই কথা বলতে আসছে নবীন পরিচালক দেবারতি ভৌমিকের পরবর্তী ছবি “নজরবন্দী”।