কলকাতা

সাত সকালের শহরে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে বাস, আহত মেট্রোর ৩ কর্মী

সাত সকালে দুর্ঘটনার কবলে সরকারি বাস। নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ায় জখম হলেন মেট্রো রেলের তিন কর্মী। বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ বিবাদী বাগের কাছে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।  জানা গিয়েছে, বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ যাত্রী নিয়ে শিয়ালদা থেকে ঠাকুর পুকুরের দিকে যাচ্ছিল একটি বাস। সেই যাত্রাপথে বিবাদী বাগের কাছে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। এরপর ফুটপাতে উঠে যায়। বিবাদী বাগের ওই অঞ্চলে দীর্ঘদিন ধরেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলছে। কর্মীদের সরঞ্জাম রাখার জন্য ফুটপাতে তৈরি করা হয়েছে অস্থায়ী ছাউনি। বাসের ধাক্কায় গুঁড়িয়ে যায় সেই ছাউনি। শুধু তাই নয় ফুটপাতে উঠে এসে তিন মেট্রো কর্মীকে ধাক্কা দেয় বাসটি।