মঙ্গলবার সকালে, কুয়াশার কারণে নয়ডা এবং পশ্চিম উত্তরপ্রদেশের অন্যান্য এলাকায় একাধিক দুর্ঘটনা ঘটেছে। দুইজন বাইকার নিহত, আহত হয়েছেন একাধিক মানুষ, এমনটাই জানিয়েছেন কর্মকর্তারা। দিল্লি এবং আশপাশের অঞ্চলে বায়ু মানের পরিস্থিতি খারাপ হওয়ায় দৃশ্যমানতা কমে গিয়েছিল, যার ফলে একাধিক দুর্ঘটনা ঘটেছিল, বিশেষত জাতীয় মহাসড়কগুলিতে। ইন্টারনেটে এমন দুর্ঘটনার অনেক দৃশ্যও প্রকাশিত হয়েছে। এক ব্যক্তি দৃশ্য জানিয়েছেন, “আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমাদের গাড়ি আর একটি গাড়িকে আঘাত করে, এরপর তিন বা চারটি গাড়ি আমাদের গাড়িতে ধাক্কা মারতে থাকে।” একটি পৃথক সড়ক দুর্ঘটনায়, কম দৃশ্যমানতার কারণে, পূর্ব পারিপার্শ্বিক এক্সপ্রেসওয়েতে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটলে একটি চেইন রিঅ্যাকশন শুরু হয়। এরপর পানিপথ থেকে মথুরাগামী একটি বাস দাঁড়িয়ে থাকা ট্রাকগুলিতে ধাক্কা মারে৷ এতে প্রায় দশজন যাত্রী আহত হন, যাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।