সাতসকালে মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হল অন্তত চার জনের। গুরুতর আহত আরও ২ জন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদার ৩৪ নম্বর জাতীয় সড়কের শ্যামনগর এলাকায়। জানা গিয়েছে, যাত্রীবোঝাই টোটোটিকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক। তাতেই মৃত্যু হয় চারজনের। ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও তার চালক পলাতক। জানা গিয়েছে, গাজোলের আহড়া এলাকা থেকে বেশ কিছু সবজি চাষিরা সবজি বিক্রি করার জন্য প্রতিদিন কিষান মান্ডিতে আসেন। প্রতিদিনের মতো আজকেও ভেন্ডি নিয়ে গাজোল কিষাণ মান্ডিতে আসছিলেন তাঁরা। সেই সময় রায়গঞ্জের দিক থেকে আসা একটি লরি ওই টোটোর পিছনে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। টোটো চালক সহ আর একজন গুরুতর আহত হন। তাঁদেরকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় গাজোল থানার পুলিশ। তবে ঘাতক ওই লরিটিকে আটক করা গেলেও চালককে ধরা যায়নি।