Posted onAuthorবঙ্গনিউজComments Off on চেন্নাইয়ে আচমকা ভেঙে পড়ল পেট্রল পাম্পের ছাদ
আচমকা পেট্রল পাম্পের ছাদ ভেঙে পড়ে জখম হলেন ৬ জন। শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চেন্নাইয়ের সাইদাপেট এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।