খেলা

৭ উইকেটে জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

মুম্বইয়ের পর এবার রাজস্থান। রোহিত শর্মাদের বড় ব্যবধানে হারানোর পর এবার স্টিভ স্মিথ-সঞ্জু স্যামসনদের বিরুদ্ধেও জয় পেল বিরাট কোহলির আরসিবি। রাজস্থানের দেওয়া ১৫০ রানের লক্ষ্যমাত্রা ১৭ বল বাকি থাকতে তিন উইকেট হারিয়েই তুলে ফেলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেই সঙ্গে প্লে-অফের দৌড়েও ভালভাবেই চলে এল বিরাটের দল। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু রাজস্থানের দুই ওপেনার এভিন লুইস এবং যশস্বী জয়সওয়াল দুরন্ত মেজাজে ব্যাটিং করতে থাকেন। মাত্র ৮ ওভারেই ৭০ রানের গণ্ডি পেরিয়ে যায় রাজস্থান। লুইস এবং জয়সওয়ালের বিধ্বংসী জুটি শেষপর্যন্ত ভাঙেন ড্যান ক্রিশ্চিয়ান। ৩১ রানে ফেরান ভারতীয় তরুণকে। এরপর রাজস্থানের ১০০ রানের মাথায় গার্টন আউট করেন লুইসকে। ততক্ষণে অবশ্য পরবর্তী ব্যাটসম্যানদের জন্য স্টেজ অনেকটাই তৈরি করে ফেলেছিলেন লুইস। মাত্র ৩৭ বলে ৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। সেসময় অনেকেই আশা রেখেছিলেন স্কোরবোর্ডে বড় রান তুলে ফেলবে রাজস্থান। কিন্তু এরপরই ম্যাচে ফেরে বিরাটের দল। গত ম্যাচের নায়ক হর্ষল প্যাটেল এবং যুজবেন্দ্র চাহালের দুরন্ত বোলিংয়ের সামনে এরপর সাত উইকেট হারিয়ে আর কেবল ৪৯ রানই যোগ করতে সক্ষম হন সঞ্জু স্যামসনরা। হর্ষলের ঝুলিতে এদিনও এল তিন উইকেট। অন্যদিকে, যুজবেন্দ্র পান দুটি। এছাড়া শাহবাজ আহমেদও দুই উইকেট পেয়েছেন। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রানই করতে সক্ষম হয় রাজস্থান।  ১৭ বল বাকি থাকতেই তিন উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় আরসিবি।