খেলা

ফের লজ্জার হার কেকেআরের, ৮ উইকেটে জয় বিরাটদের

কলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটে হারাল রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কেকেআর। কিন্তু শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নাইটরা। দ্বিতীয় ওভেরে মহম্মদ সিরাজের বলে আউট হয়ে প্যাভেলিয়নে পেরত যান রাহুল ত্রিপাঠী। এরপর এসে প্রথম বলেই খাতা না খুলে বোল্ড হন নীতিশ রানা। ৩ রানে ২ উইকেট পড়ে যায় কেকেআরের। তৃতীয় ওভারে ১ রান করে আউট হয়ে যান শুভমান গিল। তার উইকেট নেন নবদীপ সাইনি। চতুর্থ ওভারে মহম্মদ সিরাজের তৃতীয় শিকার হন টম ব্যান্টন। ১০ রান করে আউট হন তিনি। পাওয়ার প্লে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কেকেআরের ইনিংস।কেকেআরকে প্রথমে নির্ধারিত ২০ ওভারে ৮৪ রানে বন্দি করে বিরাটের দলের বোলাররা জয়ের ভিত তৈরি করে দিয়েছিলেন। এরপর ৮৫ রান তাড়া করতে নেমে ১৩.৩ ওভারে চার হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন বিরাট। লো স্কোরিং ম্যাচে তাড়া করতে নেমে ৮ উইকেটে ম্যাচ জিতে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পড়িক্কলের ২৫ ও গুরকিতমানের ২১ রানে ভর করে হাসতে হাসতে ম্যাচ জয় গার্ডেন সিটির ফ্র্যাঞ্চাইজির।আরসিবির হয়ে আবুধাবিতে এদিন ম্যাচ ঘোরানোর অবিশ্বাস্য পারফর্ম্যান্স মহম্মদ সিরাজের। ৪ ওভারে ৮ রান খরচে ৩ উইকেট তুলে নিয়ে কেকেআরের ব্যাটিংয়ের শিরদাঁড়া ভেঙে দেন সিরাজ। ডানহাতি পেসার এদিন পাওয়ার প্লেতে প্রথম ২ ওভারে পর পর দুটি মেডেন করেন। আইপিএলের ইতিহাসে যা বিরল ঘটনা।আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে বোলিং স্পেলের পরপর দুটি ওভার মেডেন করার নজির গড়েন নিজামের শহরের এই পেসার। সিরাজের ৩, চাহালের ২ ও ওয়াশিংটন সুন্দর -নভদীপ সাইনি ১টি করে উইকেটের সুবাদে কলকাতাতে ৮৪ রান বেঁধে রেখে বোলারদের কাঁধে চেপে এদিন দুর্দান্ত জয় বিরাট অ্যান্ড কোম্পানির।