দেশ

ফেব্রুয়ারির মধ্যেই ভারতের হাতে আসছে রাশিয়ার অত্যাধুনিক এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম

২০২৩ সালের ফেব্রুয়ারির মধ্যেই ভারতকে এস-৪০০ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের তৃতীয় স্কোয়াড্রন সরবরাহ করবে রাশিয়া। প্রথম দুটি স্কোয়াড্রন আগেই ভারতে এসেছে। সেগুলি যথাক্রমে উত্তর ও পূর্ব সেক্টরে মোতায়েন আছে। বিভিন্ন রেঞ্জের ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র, ফাইটার এয়ারক্র্যাফ্ট এবং ৪০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে উড়ে যাওয়া মানুষবিহীন আকাশযানে আঘাত হানতে সক্ষম এই এয়ার ডিফেন্স সিস্টেম। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, তৃতীয় স্কোয়াড্রনও দ্রুত ভারতে আসতে চলেছে। মন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিক একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ২০২৩-এর ফেব্রুয়ারির মধ্যেই এই শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলির তৃতীয় স্কোয়াড্রন সরবরাহ শুরু করবে রাশিয়া।