জেলা

আজ বেলুড়ে মহা সমারোহে অনুষ্ঠিত হচ্ছে শ্রীরামকৃষ্ণের সাধারণ উৎসব

আজ চিরাচরিত প্রথা মেনে বেলুড় মঠে মহা সমারোহে অনুষ্ঠিত হচ্ছে রামকৃষ্ণদেবের জন্মতিথিকে কেন্দ্র করে হওয়া সাধারণ উৎসব। গত ১২ মার্চ ছিল রামকৃষ্ণদেবের জন্মতিথি উৎসব। এরই অঙ্গ হিসেবে আজ প্রথা অনুযায়ী জন্মতিথির পরের রবিবার হচ্ছে ভক্তদের মিলন উৎসব। ঠাকুরের ইচ্ছায় বছরে একদিন বেলুড় মঠ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এদিন সাধারণের জন্য সকাল থেকে একদিকে যেমন মণ্ডপে বিভিন্ন রকম ধর্মীয় অনুষ্ঠান, গান, নাটক, ভজন, কীর্তন, ইত্যাদি হচ্ছে, অন্য দিকে তেমনই মঠপ্রাঙ্গণ জুড়ে সকাল থেকে বসে গিয়েছে মেলা।  যেখানে ভক্তেরা রকমারি জিনিস কেনাকাটা করেন। সেই আনন্দে শামিল হন সন্ন্যাসী মহারাজেরাও। বিক্রেতারা জানান, প্রচুর মানুষের সমাগম হয় এদিন। প্রতি বছরেরের মতো এবারও তাঁরা পসরা নিয়ে হাজির হয়েছেন। এই উৎসবে সামিল হতে পেরে খুশি ভক্তেরা। এদিন দুপুরে ভোগের আয়োজনও করে বেলুড় মঠ। সব মিলিয়ে জমজমাট বেলুড় মঠ।