জেলা

৫ নভেম্বর পর্যন্ত জেল হেফাজত সায়গলের

গরুপাচার-কাণ্ডে ধৃত সায়গল হোসেনকে জেল হেফাজতে নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত ৷ পাশাপাশি জেল হেফাজতে থাকাকালীন ইডি জিজ্ঞাসাবাদ করতে পারে অনুব্রত মণ্ডলের দেহরক্ষীকে ৷ সেই আবেদনও মঞ্জুর করা হয়েছে। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গত ১৫ সেপ্টেম্বর শেষবার আসানসোল সিবিআই আদালতে তোলা হয়েছিল। সেদিন দু’পক্ষের শুনানির শেষে বিচারক সায়গল হোসেনকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছিলেন। সেইমতো বৃহস্পতিবার সায়গল হোসেনকে পুনরায় শুনানির জন্য আসানসোল সিবিআই আদালতে হাজির করা হয়। যদিও এদিন সায়গল হোসেনের আইনজীবী কোনও জামিনের আবেদন করেননি। অল্পক্ষণের শুনানিতেই সায়গল হোসেনকে ৫ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোল সিবিআই আদালত। নিয়মমাফিক ১৪ দিন জেল হেফাজত হওয়ার কথা ছিল, কিন্তু দুর্গাপুজো কালীপুজার ছুটির কারণে জেল হেফাজতের মেয়াদ বেড়েছে সায়গল হোসেনের।