জেলা

সায়গল হোসেনকে জেরা করতে দিল্লি থেকে এল তদন্তকারী দল

গরুপাচার কাণ্ডে গ্রেফতারের পর এই প্রথম এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দাদের জেরার সম্মুখীন হতে চলেছেন অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন৷ ইতিমধ্যে, দিল্লি থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বেশ কয়েকজনের প্রতিনিধি দল কলকাতায় এসে পৌঁছেছে ৷ কলকাতা থেকে তাঁরা সড়কপথে আসানসোল যাবেন ৷ সেখানে আসানসোল সংশোধনাগারে সায়গল হোসেনকে জেরা করছেন ইডি’র গোয়েন্দারা ৷ গত ২৮ সেপ্টেম্বর আসানসোল সিবিআই আদালতে সায়গল’কে জেরা করতে চেয়ে আবেদন করেছিল ইডি ৷ সেই আবেদন মঞ্জুর করেছিল আসানসোল সিবিআই আদালত ৷ সেই মতো শুক্রবার সকালে আসানসোল সংশোধনাগারে পৌঁছায় ইডি’র ৬ সদস্যের দল ৷ জানা গিয়েছে, সায়গল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য 4 জন আধিকারিক ভিতরে গিয়েছেন ৷ ইডি সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের প্রাক্তন এই দেহরক্ষীর রাজ্যের বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে ৷ এমনকী তাঁর বাড়ির পরিচারক এবং পরিচারিকার নামেও সম্পত্তি কেনা রয়েছে ৷ আর সেই সম্পত্তির পরিমাণ নিছক কম নয় ৷ রাজ্য পুলিশের একজন কনস্টেবল পদমর্যাদার পুলিশকর্মী কীভাবে এতো বিপুল অংকের সম্পত্তি হল ? কনস্টেবল হয়েও কীভাবে ১০০ কোটির বেশি টাকার মালিক হলেন সায়গল ? এই বিপুল পরিমাণ সম্পত্তির উৎস কী ? তা জানতেই ইডির গোয়েন্দারা আজ প্রথমবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীকে জেরা করছেন ৷