বিজেপিতে যোগ দিলেন তিন তালাকের বিরুদ্ধে মামলাকারী সায়রা বানু। বিজেপিতে যোগদানের পর সায়রা বানু বলেছেন, ”আমি বিজেপির নীতি ও আদর্শে প্রভাবিত হয়েছি। পার্টির নীতি দেশ ও দেশবাসীর উন্নতির জন্য আদর্শ। পার্টি আমাকে যা দায়িত্ব দেবে আমি নিষ্ঠাভরে তা পালন করব।” উত্তরাখণ্ডের কাশীপুরের বাসিন্দা সায়রা বানু ২০১৬ সালে তিন তালাকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সবার আগে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। সেই মামলার রায় সুপ্রিম কোর্ট জানানোর পরে কেন্দ্রীয় সরকার তিন তালাকের বিরুদ্ধে আইন প্রণয়ন করে। এরপর পরে দেশবাসী সায়রা বানুকে চেনেন। এবং, তখন থেকেই সায়রা বানুর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা চলছিল। বিজেপি নেতৃত্ব ২০১৮ সালে সায়রা বানুকে পার্টিতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানায়। তাঁকে পার্টিতে স্বাগত জানানোর জন্য অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছিল। কিন্তু শেষমেশ সায়রা বানু বিজেপিতে যোগ দেননি। কিন্তু, এবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ আর ফেলতে পারেন নি সায়রা বানু।সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে সায়রা বানু গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। তাঁকে দলে টেনে এবার উত্তরাখণ্ডের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ভোট প্রচারের কাজ সারতে চায় বিজেপি।