বিকেল ৪টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আসলেন সলমন খান। প্রায় ৩০ মিনিট কথা হয় তাঁদের। এই সাক্ষাৎ ছিল সৌজন্যমূলক। শনিবার ভাইজানকে উত্তরীয় দিয়ে বরণ করে নেন মুখ্যমন্ত্রী। কলকাতার দই, রসগোল্লা, সন্দেশ উপহার দেওয়া হয়। মুখ্যমন্ত্রী নিজের লেখা বইও উপহার দেন সল্লু ভাইকে। রাজ্যের তরফে দেওয়া হয় বিশ্ববাংলা স্মারক এবং একাধিক উপহার সামগ্রী। জানা গিয়েছে, এই সাক্ষাতের ইচ্ছে প্রকাশ করেছিলেন ‘টাইগার’। সলমনের দীর্ঘদিনের ইচ্ছে ছিল ‘দিদি’র সঙ্গে দেখা করার। উল্লেখ্য, প্রায় ১৩ বছর পর কলকাতায় এসেছেন বলি তারকা। তাঁকে দেখতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন বহু ভক্ত। ইস্টবেঙ্গলের অনুষ্ঠানে সন্ধ্যা ৭টা নাগাদ যোগ দেবেন সলমন। তাঁকে বরণ করা হবে ক্লাবের ইতিহাস লেখা উত্তরীয় ও স্মারক দিয়ে। উপহার দেওয়া হবে আজীবন সদস্যপত্র। দেওয়া হবে সলমনের প্রিয় লাল-হলুদ ২৭ নম্বর জার্সি। জানা গিয়েছে, দু’টি ফুটবলে সই করবেন বলি তারকা। সেই দুটি বল থাকবে ক্লাবের মিউজিয়ামে। ইস্টবেঙ্গল ক্লাব সূত্রে খবর, বলি তারকাকে দেখতে পাবেন ১৬ হাজার দর্শক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর নিরাপত্তায় থাকছেন সাড়ে তিন হাজার পুলিশ কর্মী।