আরজি কর হাসপাতালে চিকিৎসক খুনের প্রতিবাদে সল্টলেক সিটি সেন্টারের কাছে জমায়েত করে বিজেপির যুব সংগঠন এবিভিপি। এরপর আন্দোলনের নামে তুমুল বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা। এদিন তাদের টার্গেট ছিল স্বাস্থ্যভবন ভাঙচুর করার। বৃষ্টি শুরু হলে তারা মিছিল শুরু করে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে। ইন্দিরা ভবনের কাছে মিছিল আটকে দেয় বিধাননগর পুলিশ। ব্যারিকেড ভেঙে পুলিশকে ধাক্কা দিয়ে সরিয়ে যাওয়ার চেষ্টা করছে এবিভিপি সংগঠনের আন্দোলনকারীরা। পুলিশ আটকে দেয়। শুরু হয় পুলিশের সঙ্গে খন্ড যুদ্ধ এবিভিপি(ABVP) কর্মীদের। অভিযোগ পুলিশ কর্মীদের লক্ষ্য করে ইট ছুটতে থাকে এবিভিপি কর্মীরা। বিধাননগর কমিশনারেটের পুলিশ সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে। এরপর বেশ কিছু এবিভিপি কর্মীরা ইন্দিরা ভবনের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখায়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোতে গেলে বিধাননগর পুলিশ লাঠিচার্জ করে। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশের সাথে আন্দোলোনকারীদের ধস্তাধস্তি তুমুল পর্যায়ে পৌঁছয়। বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে পুলিশ।তুমুল বৃষ্টির মধ্যে চলে সংঘর্ষ । আর জি কর (R G Kar)কাণ্ডের প্রতিবাদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে অশান্তির জেরে দীর্ঘক্ষণ ছাড়া বিজ্ঞান চলাচল ব্যাহত হয় স্বাস্থ্য ভবন চত্বরে। সল্টলেক সিটি সেন্টারের কাছে জমায়েতের পর বৃষ্টি মাথায় নিয়েই তারা মিছিল শুরু করে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে । ইন্দিরা ভবনের কাছে মিছিল আটকে দেয় বিধাননগর পুলিশ, শুরু হয় অশান্তি। পুলিশকে ধাক্কা দিয়ে সরিয়ে যাওয়ার চেষ্টা করছে এবিভিপি সংগঠনের আন্দোলনকারীরা। তখনই পুলিশ বাধা দিলে বাঁধে সংঘর্ষ। আন্দোলনের নামে চরম বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা নেয় এবিভিপি।কিন্তু পুলিশ লাঠি চার্জ করে গোটা পরিকল্পনাটি ভেস্তে দেয়।