কলকাতা

 সল্টলেক সেক্টর ফাইভে বিএসএনএল অফিস সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড

সল্টলেক সেক্টর ফাইভে বিএসএনএলের একটি গুদামে আগুন লাগল বুধবার দুপুরে। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। আগুন লাগল সে বিষয়ে খতিয়ে দেখছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। অফিসের কর্ম ব্যস্ততার মাঝে আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে আশেপাশের বাসিন্দা এবং অফিস যাত্রীরা।ঘটনাস্থলে যায় দমকলের ২ টি ইঞ্জিন। আগুন লাগার কারণে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা চত্বর। কীভাবে আগুন লাগল সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানায়নি দমকল। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন অনেকটা নিয়ন্ত্রণে। সেক্টর ফাইভ টেকনো পলিসের উলটোদিকে ঝোপের মধ্যে আগুন লাগে। দমকল সূত্রে জানানো হয়েছে, বিএসএনএলের গুদামে ইলেকট্রনিক বেশ কিছু তার সহ একাধিক দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে শুরু করেছিল। পরে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। স্থানীয় এক বাসিন্দা জানান, বুধবার বেলা দেড়টা নাগাদ টেকনো পলিসের উল্টোদিকে ঝোপের কাছ থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়।