চলতি সপ্তাহেই চ্যাটজিপিটি( ChatGPT)- প্রস্তুত কারক ওপেনএআই সংস্থারসিইও পদ থেকে সরিয়ে দেওয়া হয় স্যাম অল্টম্যান (Sam Altman)-কে। ওপেনএআই থেকে কার্যত বিতাড়িত হওয়ার পর গতকালই খবর শোনা যায়, মাইক্রোসফটে যোগ দিচ্ছেন স্যাম অল্টম্যান। এই ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আজ, বুধবার ফের নতুন ঘোষণা। ফেরওপেনএআই-তেই সিইও পদে ফিরতে চলেছেন স্যাম। বরং বদলে যেতে চলেছে ওপেনএআই-রবোর্ড সদস্যরা। এ দিন ওপেনএআই (OpenAI) সংস্থার তরফে এক্স হ্যান্ডেলে ঘোষণা করা হয়, “ওপেনএআই-র সিইও পদে স্যাম অল্টম্যানকে ফিরিয়ে আনার সিদ্ধান্তে একমত হয়েছি আমরা। ওপেনএআই-র নতুন বোর্ড সদস্য হচ্ছেন ব্রেট টেলর (চেয়ার), ল্যারি সামারস ও অ্যাডাম ডি’অ্যাঞ্জেলো।”অন্যদিকে, স্যাম অল্টম্যানও ওপেনএআই-তে ফেরার কথা স্বীকার করে নেন। সোশ্যাল পোস্টে তিনি লেখেন, “আমি ওপেনএআই-কে ভালবাসি এবং বিগত কয়েকদিন ধরে আমি যা কিছু করেছি, তা এই দল ও মিশনকে একসঙ্গে রাখার জন্য। ওপেনএআই-তে ফেরার জন্য এবং মাইক্রোসফটের সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক গড়ার জন্য আমি মুখিয়ে রয়েছি।”