জেলা ভাইরাল

‘দরকারে মেরে দাও, দাদার নির্দেশ কলাগাছের মতো কেটে ফেলতে হবে’, এবার ভাইরাল সন্দেশখালির অডিও, ফের অস্বস্তিতে বিজেপি!

বছরের শুরু থেকেই উত্তাল সন্দেশখালি। জমি দখল, নারী নির্যাতনের অভিযোগ সামনে আসে। এই ইস্যুতে ভোটের মরশুমে তৃণমূলকে কোণঠাসা করার চেষ্টা চালিয়েছে বিজেপি। এর মাঝেই উলটো হাওয়া বইতে শুরু করে। মে মাসের শুরুতেই পর পর দুটি ভিডিও ভাইরাল হয়। সেই ভাইরাল ভিডিওকে হাতিয়ার করে তৃণমূল দাবি করতে শুরু করে, সমস্ত অভিযোগ বিজেপির সাজানো। এর মাঝেই আরেকটি অডিও প্রকাশ্যে এল। যেখানে উঠে এসেছে কোনও এক প্রভাবশালী নেতার কথা। অডিও-তে বলা হয়েছে, সেই দাদার নির্দেশ ছিল দরকার হলে কলাগাছ কেটে দাও। অর্থাৎ খুন করে দেওয়ার নির্দেশও ছিল। তবে এই কথাবার্তায় উল্লেখিত এই ‘দাদা’ কে, তা স্পষ্ট করে বলা নেই অডিও-তে। পাশাপাশি কথাবার্তায় উঠে এসেছে, বিজেপি প্রার্থী রেখা পাত্রের মুখে দাগ কী করে হল, সেই প্রশ্নও। অডিও বার্তায় বলা হয়েছে, কোনও এক দাদার নির্দেশে এটা নিয়ে নাটক হয়েছে। অডিও-তে প্রশ্ন করা হয়েছে, মারধর-জমি আন্দোলনের মাঝে নারী নির্যাতন সংক্রান্ত আন্দোলন উঠল কী করে? এই বিস্ফোরক অডিও প্রকাশ্যে আসায় ফের রাজনৈতিক তরজা শুরু হয়েছে।  বিষয়টি নিয়ে বিধায়ক সুকুমার মাহাতো দাবি করেছেন, “সন্দেশখালি যে আন্দোলন সংগঠিত হয়েছিল তা পূর্বপরিকল্পিত। সেটা সামনে এসেছে। এ ব্যাপারে বিজেপির কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে অডিও ক্লিপকে সামনে রেখে সন্দেশখালি কাণ্ডে বিজেপির ষড়যন্ত্র ফাঁস হয়েছে বলে আবারও দাবি করেছেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। অডিও ক্লিপে মহিলা কণ্ঠ স্থানীয় বিজেপি নেত্রী মাম্পি ওরফে পিয়ালি দাসের বলে দাবি সুকুমার মাহাতোর। তৃণমূল বিধায়কের দাবি, অডিওর দুই পুরুষ কণ্ঠের একজন শুভঙ্কর এবং অন্যজন সুজয় মাস্টার । সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বলেন, “আমরা প্রথম থেকেই বলে এসেছি সন্দেশখালির ঘটনা সাজানো নাটক। এই অডিও ক্লিপেও তা স্পষ্ট। এখানে বলা হচ্ছে, রেখা পাত্রর মুখে অত্যাচারের যে দাগ দেখা গিয়েছিল আসলে সেটা নকল! অর্থাৎ ওখানে নারী নির্যাতনের কোনও ঘটনা ঘটেনি। ভাইরাল অডিওতে একথাও স্পষ্টভাবে শোনা যাছে যে দরকার পড়লে খুনও করতে হবে! বিজেপি কতটা নৃশংস তা এঘটনা থেকেই স্পষ্ট।” সুকুমার প্রশ্ন তুলেছেন, ” অডিও ক্লিপে ‘দাদার নির্দেশ কলাগাছের মতো কেটে ফেলতে হবে’, বলতে কোন দাদার কথা বোঝানো হয়েছে, সেটা খতিয়ে দেখুক পুলিশ।” তবে অডিও ক্লিপে যাদের কণ্ঠস্বর শোনা গিয়েছে বলে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো দাবি করেছেন, সেই মাম্পি ওরফে পিয়ালি দাসেরও কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। পুলিশ জানিয়েছে, অডিও ক্লিপের সত্যতা যাচাইয়ের চেষ্টা হচ্ছে।