আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় শুরু থেকেই সিবিআইয়ের নজরে সন্দীপ। তদন্তভার হাতে নেওয়ার পর মাঝ রাস্তা থেকে তাঁকে তুলে নিয়ে গিয়েছিলেন সিবিআইয়ের আধিকারিকরা। আপাতত পর পর দুদিন সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন সন্দীপ। রবিবার ফের তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির হন সন্দীপ ঘোষ। শুক্রবার আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর শনিবার তাঁকে ১৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন সিবিআই অফিসাররা।রবিবার ফের সকালে তলব করা হয় সন্দীপ ঘোষকে। সেইমতো তিনি রবিবার ফের হাজির হন সিবিআই দপ্তরে। প্রসঙ্গত, মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডা. সন্দীপ ঘোষকে রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশন থেকে সরিয়ে দেওয়া হয়েছে । তরুণী চিকিৎসকে ধর্ষণ-খুনের ঘটনায় নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁর সঙ্গে সংগঠন কোনও সম্পর্ক রাখবে না। শনিবার বিজ্ঞপ্তি জারি করে সাফ জানিয়ে দিয়েছে সংগঠন। চিকিৎসক সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আর জি কর কাণ্ডে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত সন্দীপের সঙ্গে কোনও সম্পর্ক রাখা হবে না। সংগঠনের কোনও কনভেনশনে যোগ দিতে পারবেন না। সংগঠন সম্পর্কে মন্তব্য করতে বা পরামর্শও দিতে পারবেন না ডা. সন্দীপ ঘোষ।