কলকাতা

আগামী ১০ জুন উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ

আগামী ১০ জুন উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ওইদিন সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। পরীক্ষার ৪৪ দিনের মাথায় ফল প্রকাশ করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশের দিন উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করল সংসদ। কোভিড পরিস্থিতির জন্য টানা দু বছর রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি। দু বছর পর এ বছর সশরীরে পরীক্ষা দিয়েছে ছাত্রছাত্রীরা। পরীক্ষার ৪৪ দিনের মাথায় অবশেষে চলতি মাসের ১০ তারিখে ফল প্রকাশ করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ১০ জুন সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আনুষ্ঠানিক ফল প্রকাশের পর সকাল সাড়ে ১১টা থেকে সংসদের ওয়েবসাইটে পড়ুয়ারা নিজেদের রেজাল্ট  জানতে পারবে।  এ বছর উচ্চমাধ্যমিকে মোট ৭ লাখ ৪৫ হাজার পরীক্ষার্থী ছিল।