প্রয়াত শঙ্কর নেত্রালয়ের প্রতিষ্ঠাতা তথা বিশিষ্ট শল্যচিকিৎসক এস এস বদ্রীনাথ। আজ মঙ্গলবার ভোরবেলা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩। জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন বর্ষীয়ান চিকিৎসক। সেঙ্গামেদু শ্রীনিবাস বদ্রীনাথের প্রয়াণকে দেশের স্বাস্থ্যখাতে বড় ক্ষতি বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শোকবার্তা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘চক্ষুবিদ্যার ক্ষেত্রে অগ্রগামী এবং বিখ্যাত শঙ্কর নেত্রালয়ের প্রতিষ্ঠাতা এস এস বদ্রীনাথ মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যু ভারতের স্বাস্থ্যখাত বিশেষ করে পশ্চিমবঙ্গ যেখানে তিনি গভীরভাবে অবদান রেখেছেন সকলের জন্য একটি বড় ক্ষতি’।