খেলা

কমনওয়েলথে ভারতের ঘরে রুপো এনে দিলেন সঙ্কেত

২০২২ কমনওয়েলথ গেমসে ভারতের ঘরে প্রথম পদক এনে দিলেন ভারোত্তোলক সঙ্কেত সরগর ৷ পুরুষদের ৫৫ কেজি বিভাগে শনিবার দেশকে রুপোর পদক দিলেন মহারাষ্ট্রের এই ভারোত্তোলক ৷ উল্লেখ্য, ২০২০ টোকিয়ো অলিম্পিক্সে ভারোত্তোলনে রুপো এনে দিয়েই পদকের খাতা খুলেছিলেন মীরাবাঈ চানু ৷ সেই পথেই যেন বার্মিংহাম গেমসে পথচলা শুরু হল ভারতের ৷ রুপো জয়ের পথে এদিন স্ন্যাচ এবং ক্লিন-জার্ক মিলিয়ে ২৪৮ কেজি (113 কেজি+135 কেজি) ওজন তোলেন বছর একুশের সঙ্কেত ৷ এক পয়েন্টের ব্যবধানে সোনার পদক ছিনিয়ে নেন মালয়েশিয়ার আনিক মহম্মদ ৷ স্বর্নপদক গলায় ঝোলানোর পথে ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১৪২ কেজি ওজন তুলে বিশ্বরেকর্ড করেন মালয়েশিয়ার ভারোত্তোলক ৷ অন্যদিকে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস এবং খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে অংশগ্রহণকারী জাতীয় চ্যাম্পিয়ন সঙ্কেত বার্মিংহামে পদকজয়ের অন্যতম দাবিদার ছিলেন ৷ পদক জিতে প্রত্যাশায় সিলমোহর দিলেন তিনি ৷ ২০২১ কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে পোডিয়াম ফিনিশ করা, ২০২২ এশিয়ান কোয়ালিফায়ারে কমনওয়েলথ এবং জাতীয় রেকর্ড তৈরি করা সঙ্কেতের বাবা একটি পানের দোকান চালান ৷ প্রস্তুতির মাঝে বাবাকে সাহায্য করেন সঙ্কেতও ৷ কমনওয়েলথ গেমসে পদক জিততে বদ্ধপরিকর মহারাষ্ট্রের এই ভারোত্তোলক একমাস আগেই বার্মিংহাম পৌঁছে গিয়েছিলেন ৷ আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে কেন্দ্রীয় সরকারের বিশেষ সাহায্য নিয়ে সেখানে পৌঁছে গিয়েছিলেন সঙ্কেত ৷ এদিন সেই সবেরই মান রাখলেন তরুণ তুর্কী ৷