এবার বিপাকে সত্যপাল মালিক। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল এবং অন্য চারটি রাজ্যের জন্য বিজেপি-নিযুক্ত রাজ্যপাল সত্য পাল মালিকে ডেকে পাঠিয়েছে দেশের কেন্দ্রীয় তদন্তও সংস্থা সিবিআই। কিছুদিন আগেই একটি বিস্ফোরক সাক্ষাৎকারে জাতীয় সুরক্ষা এবং দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যবহার করা পদ্ধতির বিষয়ে অনেকগুলি তথ্য প্রকাশ করেছিলেন তিনি। দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই), ২৮ এপ্রিল তাঁকে ডেকে পাঠিয়েছে বলে জানা গিয়েছে। রিলায়েন্সের বিমা দুর্নীতিতে ৩০০ কোটির ঘুষ মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। আগামী ২৮ এপ্রিল তাঁকে সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ। সংবাদসংস্থাকে প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক জানিয়েছেন, দিল্লির কেন্দ্রীয় এজেন্সির দপ্তরে তাঁকে ডেকে পাঠানো হয়েছে। কিছু বিষয় নিয়ে সিবিআই আধিকারিকদের ধোঁয়াশা রয়েছে। সেসব প্রশ্নের উত্তর দিতেই ২৮ এপ্রিল তলব। আপাতত তিনি রাজস্থানে যাচ্ছেন। তাই সিবিআইকে ২৭ থেকে ২৯ তারিখের মধ্যে সময় দিয়েছিলেন। তিনি প্রশ্নের উত্তর দিতে দিল্লিতে সিবিআইয়ের অফিসে যাবেন।