জেলা

‘তৃণমূলে টিকিট না পেলে বিজেপিতে আসুন’, বার্তা সৌমিত্র খাঁ-র

 ‘তৃণমূলের টিকিট না পেলে আমাদের দলে আসুন।’ একেবারে সরাসরি তৃণমূল নেতাদের এমন বার্তা দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ । ১৫ জুন পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের সময়সীমা ধার্য করা হয়েছে। তার মধ্যে বিক্ষুব্ধ তৃণমূল নেতারা নির্দল বা বিজেপির টিকিটে মনোনয়ন দিক, সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিয়োতে এই বার্তা দিয়েছেন তিনি। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নে অনেক জায়গাতেই তৃণমূল পিছিয়ে রয়েছে। বিরোধীদের দাবি, গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই মনোনয়ন দিতে পারছে না তৃণমূল। এরই মধ্যে বিজেপি সাংসদের বার্তা নিয়ে চর্চা রাজনৈতিক মহলে। প্রার্থী খুঁজে না বিজেপি এমন আবেদন করছে বলে কটাক্ষ তৃণমূলের। মনোনয়নের শুরুর দিন থেকেই বাঁকুড়ার জয়পুর, কোতুলপুর, ইন্দাস ও পাত্রসায়র এই চারটি ব্লকে সন্ত্রাসের অভিযোগ তুলতে শুরু করেছেন বিরোধীরা। ওই চার ব্লকে গত চারদিন মনোনয়ন কেন্দ্রের বিরোধীদের বিশেষ দেখা যায়নি। তৃণমূলের সন্ত্রাসের কারণেই এমনটা হয়েছে বলে দাবি জানিয়ে প্রতিদিনই কোনও না কোনও ব্লকে পথ অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছে বিজেপি। রাস্তার পাশে ধরনায় বসতেও দেখা গিয়েছে সৌমিত্র খাঁকে।