সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য ও কমিশন। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশই বহাল রাখল সর্বোচ্চ আদালত। আজ সুপ্রিম কোর্ট জানিয়েছে, কমিশনের দায়িত্ব শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন সুনিশ্চিত করা। যেহেতু একই দিনে এতগুলো বুথে একসাথে ভোট হচ্ছে। তাই সর্বোচ্চ আদালত হাইকোর্টের নির্দেশে কোনও হস্তক্ষেপ করছে না। তাই এখন হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সব জেলাতেই কেন্দ্রবাহিনী দিয়ে ভোট হবে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল গোটা রাজ্যেই কেন্দ্রবাহিনী দিয়ে ভোট করাতে হবে। সেই নির্দেশের বিরোধিতা করে সর্বোচ্চ আদালতে গিয়েছিল কমিশন ও রাজ্য। এদিন আবেদনের সপক্ষে প্রথমেই সওয়াল করেন কমিশনের আইনজীবী মিনাক্ষী আরোরা। পঞ্চায়েত ভোটে নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য নির্বাচন কমিশন কিছুই করেনি এটা ভুল। আদালতে এই কথা বলেন কমিশনের আইনজীবী। তিনি আরও বলেন, ‘ভিনরাজ্য থেকে অতিরিক্ত পুলিস আনার আবেদন করেছে কমিশন। স্পর্শকাতর হিসেবে ১৭৯টি বুথ চিহ্নিত করা হয়েছে। সেখানে কিছু অতিরিক্ত বাহিনী মোতায়েন করতে হবে। হাইকোর্টের আদেশ অনেকটাই বিপরীতধর্মী’। এই যুক্তি শোনার পর সুপ্রিম কোর্টের বিচারপতির প্রশ্ন, ‘আপনারা যদি ভিনরাজ্য থেকে বাহিনী আনতে পারেন তাহলে কেন্দ্রবাহিনীতে আপত্তি কোথায়! কমিশনের দায়িত্ব শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন করানো। বাহিনী কোথা থেকে আসল তা কমিশনের বিচার্য নয়’। এজলাসে শুনানি এখনও চলছে। অন্যদিকে কেন্দ্রবাহিনী মোতায়েনের পক্ষে সওয়াল করেন আইনজীবী হরিশ সালভে। তিনি বলেন, ‘কেন্দ্রবাহিনী না আনাই কমিশনের অ্যাজেন্ডা, মোতায়েন এখানে কোনও ইস্যু নয়’।