জেলা

চুরির অপবাদ দিয়ে সপ্তম শ্রেণির পড়ুয়াকে পিটিয়ে মারার অভিযোগ বারুইপুরে

চুরির ‘অপবাদে’ সপ্তম শ্রেণির ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকার উত্তরভাগে। পরিবারের অভিযোগ, আশ্রমে অসামাজিক কাজ চলে। সেদিক থেকে নজর ঘোরাতেই এই ঘটনা। যদিও আশ্রমের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।  জানা গিয়েছে, মৃতের নাম পবিত্র সরদার। সে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। একটি আশ্রমে ঢুকে সে বিভিন্ন জিনিস চুরি করছিল বলে অভিযোগ। এই অভিযোগে তাকে আশ্রমে ডেকে পাঠানো হয়। তার পর তাকে বেধড়ক মারা হয়। গুরুতর আহত অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।