কলকাতা

প্রয়াত পদ্মভূষণ প্রাপ্ত পরমাণু বিজ্ঞানী বিকাশ সিংহ

প্রয়াত পরমাণু বিজ্ঞানী বিকাশ সিংহ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। শুক্রবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। মিন্টো পার্কের বাড়িতে থাকতেন এই বিজ্ঞানী। তাঁর মৃত্যুতে বিজ্ঞানী মহলে শোকের ছায়া।  প্রসঙ্গত, বেশ কয়েকবছর ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এই বিজ্ঞানী। এর আগেও বেশ কয়েকবার হাসপাতালে থাকতে হয়েছিল তাঁকে। ১৯৪৫ সালে মুর্শিদাবাদের কান্দিতে জন্ম বিকাশের। রাজ পরিবারের সন্তান ছিলেন তিনি। বিকাশের বাবা বিমলচন্দ্র সিংহ এবং দাদা অতীশ সিংহ ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী। প্রাক্তন সাংসদ অতীশ রাজ্যের বিরোধী দলনেতার পদেও ছিলেন। প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক ডিগ্রি পাওয়ার পরে উচ্চতর পঠনপাঠনের জন্য তিনি ব্রিটেনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান। দেশে ফিরে এসে যোগ দেন ‘ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার’ এ। কলকাতায় সংস্থার ‘ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার’এর প্রতিষ্ঠা এবং সেটিকে বিশ্বমানের গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করার নেপথ্যে ছিলেন বিকাশ সিংহ। ২০১০ সালে ‘পদ্মভূষণ’ পান তিনি। ‘সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স’–এর অধিকর্তা পদে ছিলেন ছিলেন। ছিলেন, ‘ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার’–এর ‘হোমি ভাবা অধ্যাপক’ পদেও। পরমাণু গবেষণা এবং বিজ্ঞান প্রতিষ্ঠানের প্রশাসক হিসেবে দেশে–বিদেশে সমাদৃত ছিলেন তিনি। এছাড়া ২০০৫ থেকে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের বৈজ্ঞানিক উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন। ২০০৯ সালের ডিসেম্বরে দ্বিতীয়বার ওই একই পদে নিযুক্ত হন তিনি। এমনকী রাজ্যে মমতা ব্যানার্জির সরকার বিকাশ সিংহকে সিলেবাস কমিটির উপদেষ্টা নিয়োগ করেছিল।