জেলা

ক্রমেই জেলায় জেলায় বাড়ছে স্ক্রাব টাইফাসের আতঙ্ক, আক্রান্ত ২৬

ডেঙ্গি বা ম্যালেরিয়া নয় বরং রায়গঞ্জে উদ্বেগ বাড়াচ্ছে স্ক্রাব টাইফাস। রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন বেশ কয়েকজন। সঙ্গে জ্বরে আক্রান্তের সংখ্যাও রয়েছে যথেষ্ট। মশারি টাঙিয়ে থাকতে দেখা যাচ্ছে অনেক রোগীদেরই। রায়গঞ্জ মেডিক্যালের দাবি, বৃহস্পতিবার পর্যন্ত ২৬ জন চিকিৎসাধীন রোগীদের মধ্যে স্ক্রাব টাইফাসে আক্রান্তের হদিশ মিলেছে। বাকিদের রক্তের নমুনা পরীক্ষা চলছে।