দেশ

‘ডিভোর্সের জন্য ছয় মাসের অপেক্ষা বাধ্যতামূলক নয়’, রায় সুপ্রিমকোর্টের

 বিবাহ বিচ্ছেদের জন্য ছয় মাসের অপেক্ষা আর বাধ্যতামূলক রইল না। যে সম্পর্ক নতুন করে জোড়া লাগা সম্ভব নয়, সেই সম্পর্কে ছেদ টানার জন্য ছয় মাস অপেক্ষার কোনও প্রয়োজনই নেই। আজ সোমবার বিবাহ-বিচ্ছেদ নিয়ে যুগান্তকারী রায়ে এ কথা জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ। বিচারপতি সঞ্জয় কিষেণ কাউলের নেতৃত্বে পাঁচ বিচারপতিই সহমতের ভিত্তিতে এই রায় দিয়েছে। গত ২০১৭ সালে দিল্লির এক দম্পতির বিবাহ বিচ্ছেদের মামলায় শীর্ষ আদালত জানিয়ে দিয়েছেন, ডিভোর্স পাওয়ার জন্য ছয় মাসের ‘কুলিং পিরিয়ড’ বা ‘বাধ্যতামূলক অপেক্ষার’ প্রয়োজন নেই। তাতে শুধু অপেক্ষাই বাড়ে। সুবিচার পেতে দেরি হয়। ওই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে শীর্ষ আদালতে আবেদন জানানো হয়েছিল। যেহেতু বিবাহ-বিচ্ছেদের সঙ্গে সংবিধানের ১৪২ ধারা যুক্ত তাই মামলা পাঠানো হয়েছিল সাংবিধানিক বেঞ্চে। এদিন বিচারপতি সঞ্জয় কিষাণ কাউলের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ রায় দিতে গিয়ে বলেছে, যে সম্পর্ক সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে, তা নতুন করে জোড়া লাগার সম্ভবনা নেই সেই সম্পর্ক টেনে নিয়ে যাওয়ার কোনও যৌক্তিকতা নেই। ডিভোর্সের মামলা পারিবারিক আদালতে পাঠানোর কোনও প্রয়োজন নেই। পারস্পারিক সহমতিতে কোনও বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের হলে ছয় মাসের অপেক্ষার প্রয়োজন নেই। সংবিধানের ১৪২ ধারা অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবে নিম্ন আদালত।