কলকাতা

শিয়ালদা দক্ষিণ শাখায় চালু হল লোকাল ট্রেন

ঘূর্ণিঝড় দানার জেরে দীর্ঘ ১৪ ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল শিয়ালদা দক্ষিণ শাখার লোকাল ট্রেন পরিষেবা। তবে এখন পুনরায় সেই পরিষেবা চালু করা হয়েছে। উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘দানা’-র জেরে আজ সকাল ১০ টা পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখা এবং শিয়ালদা-বারাসত-হাসনাবাদ শাখা লোকাল ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এছাড়াও হাওড়া শাখায় সকাল ১০টা পর্যন্ত একাধিক লোকাল ট্রেন বাতিল ছিল। বনগাঁ শাখাতেও ট্রেন বন্ধের ঘোষণা করা হয়েছিল এর আগে। এদিকে শুক্রবার সকালেও স্বাভাবিক রয়েছে বনগাঁ শাখায় ট্রেন চলাচল। আর সকাল ১০টার পর সব লাইনেই ট্রেন চলাচল শুরু হয়ে গিয়েছে। এদিকে লোকাল ট্রেন চলাচল স্বাভাবিক হলেও শিয়ালদা এবং হাওড়া স্টেশনে নিত্যযাত্রীদের তেমন ভিড় নেই বলে জানা যাচ্ছে।  এদিকে বৃহস্পতিবার রাতে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ হওয়ার জেরে যাতে নিত্যযাত্রীরা সমস্যায় না পড়েন, তার জন্যে রাজ্য পরিবহণ দফতর বিশেষ বাস সার্ভিস চালু করেছিল শিয়ালদা স্টেশন থেকে। যে সব রুটে গতরাতে লোকাল ট্রেন বন্ধ ছিল, সেই সব রুটে রাত ৮টার পর বিশেষ বাস পরিষেবা চালু করা হয় রাজ্য সরকারের তরফ থেকে। মোট ২০টি বাস এর জন্য প্রস্তুত রাখা হয়েছিল শিয়ালদা স্টেশনের বাইরে। হাওড়া স্টেশন থেকেও এই ধরনের বাস পরিষেবার ব্যবস্থা করা হয় বলে জানা যায়।