আগামী বৃহস্পতিবার থেকে চালু হয়ে যাবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর অন্তর্গত শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা। কিন্তু মেট্রো স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল সরকারের একাধিক পদাধিকারীকে সঠিক সময়ে নিমন্ত্রণ না করার জন্য বিতর্ক শুরু হয়েছে। একেবারে শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের কয়েকজন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হলেও সূত্রের খবর তারা কেউই আজকের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে না।’ বহরমপুরে এক সাংবাদিক সম্মেলনে অধীর চৌধুরী বলেন,’ আমি প্রায় ১৮ মাস রেলের প্রতিমন্ত্রী ছিলাম। এই দীর্ঘ সময়ে অভিজ্ঞতা থেকে আমি জেনেছি রেলের প্রটোকল অনুযায়ী কোনও রাজ্যে রেলের প্রকল্প উদ্বোধন করলেন সাধারণত সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী বা প্রতিমন্ত্রীর আসা দরকার।’
তিনি বলেন,’ দেশের অন্যান্য শহরে মেট্রো রেল নগর উন্নয়ন দপ্তরের অধীনে হলেও পশ্চিমবঙ্গে মেট্রো রেল এখনও রেল দপ্তরের অধীনে রয়েছে।’ কেন্দ্রের বিজেপি সরকার এবং রেল মন্ত্রককে কটাক্ষ করে অধীরবাবু বলেন , ‘আমার জানা নেই স্মৃতি ইরানি রেলমন্ত্রী বা নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী কি না? তাঁকে কি কেউ এই প্রকল্প উদ্বোধনের জন্য ‘অথরাইজড’ করে দিয়েছেন কি না তাও আমার জানা নেই। একজন কেন্দ্রীয় মন্ত্রী অবশ্যই কেন্দ্রীয় ক্যাবিনেটের প্রতিনিধিত্ব করেন। তবে রেল বা নগর উন্নয়ন দপ্তর থেকে কেউ এই প্রকল্পের উদ্বোধনের জন্য এলে গোটা বিষয়টি মানানসই হত কারণ এই প্রকল্পের সাথে ওই দুই মন্ত্রক ওতপ্রোতভাবে জড়িত।’ অধীরবাবু আরও জানান,’রেলের প্রটোকল অনুযায়ী কোনও প্রকল্প উদ্বোধন করল যেখানে এই কাজটি হচ্ছে সেখানকার স্থানীয় সাংসদকে অবশ্যই আমন্ত্রণ করা দরকার। আমি যেখানেই রেলের প্রকল্পের উদ্বোধনে গেছি সেখানে স্থানীয় সাংসদ ডাক পেয়েছেন।’