আদানি-গোষ্ঠীর এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন মহুয়া মৈত্র। তাঁর কথায় ‘আমাদের সঙ্গে তামাশা করা হচ্ছে।’তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র তীব্র সমালোচনা করলেন ধনকুবের গৌতম আদানির। দুঁদে আইনজীবী সিরিল শ্রফের মেয়ে গৌতম আদানির পুত্রবধূ। এদিকে সিরিল SEBI-র গুরুত্বপূর্ণ কমিটিতে আসীন। ফলে সেবির নিরপেক্ষতাই প্রশ্নের মুখে। শুক্রবার টুইটারে এমনই দাবি তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি SEBI থেকে সিরিল শ্রফের ‘নিজেকে সরিয়ে নেওয়া’ উচিত্ বলেও দাবি করেন। সিরিল শ্রফ কর্পোরেট গভর্নেন্স অ্যান্ড ইনসাইডার ট্রেডিং কমিটির সদস্য। শর্ট সেলার হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের পর ধস নেমেছে আদানি গোষ্ঠীর শেয়ারে। উক্ত রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ‘শেয়ার ম্যানিপুলেশন’ এবং ‘বিপুল ঋণে’-র অভিযোগ তোলা হয়। এমন পরিস্থিতিতে SEBI-র নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মহুয়া মৈত্র। নির্মলা সীতামণের বাজেট পেশের দিনেই গৌতম আদানি একটি বিবৃতি জারি করে জানিয়েছেন, নতুন শেয়ার ছাড়ার প্রক্রিয়া (FPO ) স্থগিত রেখেছে সংস্থা। বিবৃতিতে বলা হয়েছে, সংস্থাটি তার ২০,০০০ কোটি ফলো-অন শেয়ার বিক্রি করে রেখেছে। তারা আরও বলেছে, বাজারের অস্থিরতা বিবেচনা করে ফলো-অন পাবলিক অফার বা এফপিও বাতিল করেছে। পাশাপাশি সংস্থা জানিয়েছে , বিনিয়োগকারীদের দ্রুত অফপিও-র অর্থ ফেরত দেওয়া হবে।তিনি বলেন, ‘আপনাপ সিজের শেয়ার ৩২০০ টাকায় কেনা খুবই ব্যায়বহুল। যখন আপনি বাজার থেকে আপনার নিজের শেয়ারই ২ হাজার টাকায় কিনবেন। ‘ মহুয়া বলেন, ‘আমাদের সঙ্গে তামাশা করা হচ্ছে বোকা বানান হচ্ছে সেবিকে। যারা অর্থের উৎস প্রকাশ করবেন না।’ বাজারে ব্যাপক কারসারি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এদিন সকালে একটি টুইট করে মহুয়া কটাক্ষ করে বলে বলেন যেসব ভক্তরা আদানিদের পাশে দাঁড়াতে চাইছে তাদেরও সবদিক খতিয়ে দেখা জরুরি। গত সপ্তাহেই প্রকাশিত হয়েছিল হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্ট। তাতে বলা বলা হয়েছিল শেয়ারের দাম বাড়িয়ে দিয়েছে আদানিরা। এই রিপোর্ট প্রকাশের পর থেকেই আদানিদের শেয়ারের দাম পড়তে থাকে। যার প্রভাব পড়েছে ভারতের শেয়ার মার্কেটে।