কলকাতা

হাইকোর্টে ফের আন্দোলনে আইনজীবীদের একাংশ, তৃণমূলপন্থী এবং বাম-বিজেপি সমর্থক আইনজীবীদের মধ্যে বচসা ও ধাক্কাধাক্কি

কলকাতা হাইকোর্টে ফের আইনজীবীদের একাংশের আন্দোলন। বিচারপতি রাজাশেখর মান্থার বিচার্য বিষয় পরিবর্তনের দাবিতে সোমবার থেকে শুরু হয়েছে ওই আন্দোলন। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসের বাইরে কিছু আইনজীবী অবস্থান শুরু করেন। অন্য আইনজীবীদের প্রতি তাঁদের অনুরোধ, তাঁরা যেন প্রধান বিচারপতির এজলাসে বিচার প্রক্রিয়ায় অংশ না নেন। একইভাবে অবস্থান চলছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের বাইরেও। তবে প্রধান বিচারপতির এজলাসে বিচার প্রক্রিয়ার কোনও প্রভাব পড়েনি। আদালত সূত্রের খবর, বিচারপতি মান্থার এজলাসের বাইরে তৃণমূলপন্থী এবং বাম-বিজেপি সমর্থক আইনজীবীদের মধ্যে বচসা ও ধাক্কাধাক্কি চলে। বিষয়টি নিয়ে বিচারপতি বাম এবং বিজেপি সমর্থক আইনজীবীদের দৃষ্টি আকর্ষণ করেন। বিচারপতি বলেন, এজলাসের বাইরে ঝামেলা হলে আমার কিছু বলার নেই। তবে যা চলছে, তাতে বিচারপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কলকাতা হাইকোর্টের অ্যসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল বিল্বদল ভট্টাচার্য বলেন, আমরা বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছি। কিছু আইনজীবী প্রধান বিচারপতির এজলাসের বাইরেও একই ধরনের প্রতিরোধ গড়ে তুলেছেন। তাঁর অভিযোগ, আন্দোলনকারীরা প্রধান বিচারপতির এজলাসের বাইরে অন্য আইনজীবীদের বিচার প্রক্রিয়ায় অংশ না নিতে অনুরোধ করলেও বিচারপতি মান্থার এজলাসের বাইরে আইনজীবীদের রীতিমতো বাধা দেওয়া হচ্ছে।