নিশানা করা হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে জঙ্গিরা হামলার ছক কষছে বলে আশঙ্কা করছেন গোয়ান্দারা। এমনই একটি রিপোর্টের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। নয় পাতার যে গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে এসেছে, সেখান থেকে জানা যাচ্ছে প্রজাতন্ত্র দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর হামলা হতে পারে। পাশাপাশি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যে অতিথিরা থাকবেন, তাঁদের নিশানা করেও হামলা চালানো হতে পারে। এসবের পাশাপাশি ভারতের বিভিন্ন বড় শহরের জনবহুল স্থানগুলিতেও হামলা চলতে পারে বলে সন্দেহ গোয়েন্দাদের। সবকিছু মিলিয়ে প্রজাতন্ত্র দিবসের আগে থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ গোটা দেশেরে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাট করা হচ্ছে।২০২১ সালে খালিস্তানি জঙ্গিরা প্রজাতন্ত্র দিবসে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। ২০২২ সালেও এবার প্রজাতন্ত্র দিবসে ভারতের বড় শহরগুলিকে জঙ্গিরা নিশানা করতে পারে বলে শঙ্কিত গোয়েন্দারা। এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই জল্পনা ছড়ায়।