দিল্লির যন্তরমন্তরে সোমবার কৃষকদের মহাসভা। সভা রুখতে তৎপর দিল্লি পুলিশ। সিঙ্ঘু-গাজিপুর সীমান্তে জারি হয়েছে ১৪৪ ধারা। দিল্লি পুলিশের তরফ থেকে বলা হয়েছে, ১৪৪ ধারা অমান্য করলে সংশ্লিষ্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। অন্যদিকে, কৃষকদের সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা জানিয়ে দিয়েছে, যন্তরমন্তরে সভা তারা করবেই। দিল্লি পুলিশ তাদের গতিপথ রোধ করার চেষ্টা করলে তারা সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সিঙ্ঘু-গাজিপুর সীমান্তে অস্থায়ী ব্যারিকেড তৈরি করেছে দিল্লি পুলিশ। রয়েছে জল কামান। সীমান্ত-সড়কের ওপর দিয়ে যে সব গাড়ি চলাচল করছে, সেই সব গাড়ি থামিয়ে তারা তল্লাশি চালাচ্ছে। রবিবার রাতেই কৃষক নেতা রাকেশ টিকায়েতকে পুলিশ গ্রেফতার করে। সংগঠনের অন্যান্য শীর্ষ নেতাদের গ্রেফতার করতে পুলিশ রীতিমতো সক্রিয়। ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি-সহ নষ্ট হওয়া ফসলের ক্ষতিপূরণের দাবিতে সোমবার দিল্লির যন্তর-মন্তরে অন্নদাতারা মহাসভার ডাক দিয়েছে। রবিবার রাত থেকে দূর দূরান্ত রাজ্যের অন্নদাতারা পায়ে হেটে যন্তর-মন্তরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাদের সঙ্গে রয়েছেন মহিলা অন্নদাতারাও।