দেশ

পরবর্তী নির্বাচন কমিশনার ঠিক করতে আজ বৈঠক সিলেকশন কমিটির

পরবর্তী নির্বাচন কমিশনার ঠিক করতে আজ বুধবার বৈঠকে বসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সিলেকশন কমিটি। আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনারের পদ থেকে অবসর নিচ্ছেন অনুপচন্দ্র পান্ডে। শুরু হয়ে গিয়েছে তাঁর উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া। সূত্রের খবর, ইতিমধ্যে পাঁচজনের নাম সুপারিশ করেছে সার্চ কমিটি। বুধবার এঁদের মধ্যে থেকেই কারওকে পান্ডের উত্তরসূরি হিসেবে কমিটি বেছে নেবে বলে খবর। এখন পান্ডে ছাড়াও নির্বাচন কমিশনার পদে রয়েছেন অরুণ গোয়েল। মুখ্য নির্বাচন কমিশনার পদে রয়েছেন রাজীব কুমার। পান্ডের স্থলে কাকে নির্বাচন কমিশনার নিয়োগ করা হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে উৎসাহ রয়েছে। কারণ, এই তিন নির্বাচন কমিশনারের নেতৃত্বেই আগামী লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আগে সরকারের সুপারিশ মেনে মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ করা হতো। পরে নিয়মে বদল করা হয়। এখন নির্বাচন কমিশনার নিয়োগের জন্য কেন্দ্রীয় আইনমন্ত্রীর নেতৃত্বাধীন তিন সদস্যের সার্চ কমিটি রয়েছে। কমিটির অন্য সদস্য হলেন দুই কেন্দ্রীয় সচিব। তাঁদের জমা দেওয়া পাঁচটি নামের মধ্যে একজনকে সিলেকশন কমিটি বেছে নেবে। সিলেকশন কমিটির অন্য দুই সদস্য হলেন প্রধানমন্ত্রী মনোনীত কোনও কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চোধুরী। তবে সার্চ কমিটির সুপারিশ মানতে বাধ্য নয় সিলেকশন কমিটি।