করোনা পরিস্থিতি মাথায় রেখেই দিল্লি সহ উত্তরপ্রদেশ, রাজস্থান, পঞ্জাবে লকডাউন জারি হয়েছে। ফলে আরও একবার পথে পরিযায়ী শ্রমিকেরা। দিল্লির আনন্দবিহার বাসস্ট্যান্ডের ছবিটা বলে দিচ্ছে আরও একবার অগ্নিপরীক্ষার সামনে পড়তে চলেছেন পরিযায়ী শ্রমিকরা। আরও একবার তাদের হয়ে সুর চড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার আবেদন জানালেন রাহুল। এদিন টুইটারে রাহুল গান্ধী লিখেছেন, “ফের রাস্তায় পরিযায়ী শ্রমিকরা। এই অবস্থায় কেন্দ্রের কর্তব্য তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া।” অন্যদিকে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ১৮ বছরের ঊর্ধ্বে ১লা মে থেকে সবাই টিকা নেওয়ার যোগ্য বলে সোমবারই ঘোষণা করেছে কেন্দ্র। জানানো হয়েছে, খোলা বাজারেও মিলবে ভ্যাকসিন। তবে মোদী সরকারের টিকাকরণ প্রক্রিয়া নিয়েও এদিন অন্য একটি টুইটে প্রশ্ন তুলেছেন রাহল গান্ধী। টুইটারে তিনি লিখেছেন, ‘১৮-৪৫ বছর বয়সীদের বিনামূল্যে ভ্যাকসিন নয়। দাম নিয়ন্ত্রণ না হলে মধ্যসত্বভোগীরা মাথাচাড়া দেবে। দুস্থদের জন্য টিকাকরণে কোনও নিশ্চয়তা নেই। ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রের বন্টন কৌশল নেই। ফলে ভারত সরকারের টিকা বৈষম্যমূলক।’